রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

 মৌলভীবাজারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

 মৌলভীবাজারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের উদ্যোগে জেলার প্রথম আন্তর্জাতিক কেরাত সম্মেলন সম্পন্ন। ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহরে এই প্রথম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে বর্তমান বিশ্বে সবচাইতে দীর্ঘ শ্বাসে কুরআন তিলাওয়াতকারী আফ্রিকার কারি ঈদী শাবানসহ মিশর, তানজানিয়া ও বাংলাদেশের বিশ্বখ্যাত কারি সাহেবদের তিলাওয়াত, বরেণ্য ইসলামিক স্কলারদের আলোচনা ও মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন হয়।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সভাপতি মাওলানা শায়খ নুরে আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী দা.বা. (পীর সাহেব বরুণা), বরেণ্য লেখক-গবেষক মাওলানা শরীফ মুহাম্মদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।

সিলেটের কবি মীম সুফিয়ান ও মৌলভীবাজারের শাহ মিসবাহ-এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে তিলাওয়াত করেন-ক্বারী ঈদী শাবান-তানযানিয়া, শায়খ ড. কারি সালাহ মুহাম্মদ সোলায়মান- মিশর, শায়খ কারি সানাদ আব্দুল হামিদ-মিশর, শায়খ কারি আহমেদ হিজা-আফ্রিকা, বাংলাদেশের প্রখ্যাত কারি শায়খ আব্বাস উদ্দীন ও কারি জিয়াউল হক নাসেহ নাশিদ পরিবেশন করেন-দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম এবং আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড ও আল আলম সাংস্কৃতিক ফোরামের সদস্যরা। 

সংগঠনের সভাপতি মাওলানা শায়খ নুরে আলম হামিদীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মেলন সফল ও সার্থক করায় শায়খ নুরে আলম হামিদী দেশবিদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের শুকরিয়া জ্ঞাপন করেন।

টিএইচ